Lloa la nit
রাত্রির বন্দনা
এসো, রাত্রি মাতৃভূমি আমাদের প্রায়োপবাসের জীবনের গুহার ভিতরে তোমার জরায়ু ছিঁড়ে আজো আমি বেরুতে পারিনি এখন যেখানে আছি এ তো সেই জরায়ুর আলোময় সম্প্রসারণ, আমি জানি না এ আলোর উৎস ঐ নির্মম কঠিন পাথর।
উৎসের স্বভাবে সে তাই আজো ক্রমাগত ঘাতক আর বর্বরের হাতে শোভা পায়।
এসো হজরে আসওয়াদ, আমাকে লুন্ঠন করো ঘাতক আলোর হাতে পুরোপুরি বিনাশের আগে। এসো রাত্রি মাতৃময়ী, তোমার আঁচলে
তুলে নাও আমাকে আলোর এক বিন্দু করে গেঁথে নাও তোমার নিখিল পতাকায়।
Vine, nit, pàtria meva
Entra a la cova de la meva vida gairebé exhausta
Encara no he sortit de la teva matriu
La meva llar és l’extensió brillant
Sé que la Font d’aquesta llum és
Aquesta cruel i fosca roca
Atapeïda encara, contínuament
Per les mans de violents assassins
Vine Hajr–e-Aswad
Tregui’m
Abans que hagi estat totalment destruït per la llum homicida.
Vine, nit, mare meva
Pren-me a la vora del teu sari
I utilitza’m com un punt de llum a la teva bandera còsmica.